আইসিইউর ডাক্তারের প্রাণ গেল আইসিইউতেই

চট্টগ্রামের কাজীর দেউরীতে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর আইসিইউতেই প্রাণ গেল আইসিইউ বিভাগের চিকিৎসক সামিনা আক্তারের। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ৯টার সময় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিকিৎসক সত্যজিৎ রয়। সামিনা আক্তার চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকরা জানিয়েছেন, সামিনা আকতারের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে ভর্তির পর সামিনার মাথায় অপারেশন করা হয় এবং সামিনাকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়।পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন আইসিইউর চিকিৎসক সামিনা আকতার। গত ১৫ ফেব্রুয়ারি রাতে রিকশা করে বাড়ি ফেরার পথে কাজীর দেউড়ি হোটেল রেডিসন ব্লু এর সামনে এলে তার রিকশাকে পিছন থেকে সজোরে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। সিএনজির ধাক্কায় রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন সামিনা। এসময় তাকে উদ্ধার করে আশপাশের কয়েকজন হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর সিএনজি চালককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার আগে গতকাল কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেইসাথে সিএনজি ও রিকশাটিকে জব্দ করা হয়েছে। ডা. সামিনা ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (বিবিএমএইচ) আইসিইউ বিভাগের সিনিয়র চিকিৎসক এবং ইউএসটিসির পঞ্চম ব্যাচের ছাত্রী।জানা যায়, সড়ক দূর্ঘটনার আগেও মুঠোফোনে কথা বলেছিলেন ডা. সামিনা আক্তার।

মন্তব্য করুন

Your email address will not be published.