২২ তারিখ রাত ০৩.০৫ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/খালেকুজ্জামান সঙ্গীয় অফিসার এএসআই(নিরস্ত্র)/মোঃ মোস্তাফিজুর রহমান ও ফোর্সসহ চন্দনাইশ থানাধীন চন্দনাইশ পৌরসভাস্থ দক্ষিণ গাছবাড়ীয়া সাকিনে মক্কা ফিলিং স্টেশনের সামনে রাস্তায় অভিযান চালিয়ে ১,০০০(এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। রাব্বি হোসেন(২০), পিতা-ডালিম মিয়া, মাতা-রোকসানা আক্তার, সাং-খেজুর টেক বাজার, হাউজিং প্লট(জসিমের বাড়ীর ভাড়াটিয়া), ০১নং ওয়ার্ড, পাথালিয়া ইউপি, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে গ্রেফতার করেন।
একই অফিসার ও ফোর্স ভিন্ন অভিযানে ২২/০২/২২ইং তারিখ ভোর রাত ০৫.১৫ ঘটিকার সময় চন্দনাইশ থানাধীন চন্দনাইশ পৌরসভাস্থ মক্কা ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে ২,০০০(দুই হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১টি কাভার্ড ভ্যানসহ সহ আসামী ২। মোঃ মামুনুর রশিদ(৪৫), পিতা-মকবুল হোসেন, মাতা-রশিদা বেগম, সাং-নান্দেড়াই, ০৫নং আব্দুলপুর ইউপি, থানা-চিরিবন্দর, জেলা-দিনাজপুর, ৩। ওয়াচ করিম প্রঃ ইমাম হোসেন(২২), পিতা-মাহমুদুল হাসান প্রঃ তৈয়ব, মাতা-রশিদা বেগম, সাং-পশ্চিম গোদারবিল, ০৬নং ওয়ার্ড, ১নং টেকনাফ সদর ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদের গ্রেফতার করেন।
তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান চন্দনাাইশের ওসি।