সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের এক ইউপি সদস্য জুতা নিয়ে শহীদ মিনারে ফুল দেয়ার ছবি আজ ২২শে ফ্রেব্রুয়ারী(মঙ্গলবার)সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে।
এতে এলাকার বীর মুক্তিযোদ্ধাসহ সচেতনমহলের মধ্যে বইছে ক্ষোভ এবং সমালোচনার ঝড়।
জানা যায়-সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের এম এ মোতালেব কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে বেদিতে জুতা পায়ে উঠেন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য খোরশেদুল আলম। ফুল দেওয়ার মুহূর্তে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি ও সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা।
৬ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য মো. খোরশেদ বলেন, আমি জীবনে প্রথমবার শহীদ মিনারে উঠছি তাই ভুল করে ফেলছি। আমি খুবই অনুতপ্ত এবং সবার কাছে ক্ষমা চাচ্ছি।
সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করিম সিকদার বলেন, ইউপি সদস্যরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যায়। আমি ছিলাম না সেখানে তবে বিষয়টি জেনেছি, ভাষার মাসে ওই নির্বাচিত ইউপি সদস্য ভাষা শহীদদের অপমান করেছেন।
তবে খোরশেদ সিকদার জামায়াতের নেতা হিসেবে শহী মিনারে তো যাওয়ার ও কথা না-তবু যেহেতু গেলো সেটা তো এক প্রকার অবমাননা করলো আমাদের পবিত্র শহীদ মিনারকে।
স্থানীয়সুত্রে জানাযায়-খোরশেদ মেম্বার সাতকানিয়া লোহাগাড়ার জামায়াতের সাবেক সাংসদ শামসুল ইসলামের আপন চাচাত ভাই।
তিনি জামায়াতের সমর্থন নিয়ে এইবার সহ মোট ৩বার ইউপি সদস্য পদে নির্বাচিত হন।