সাতকানিয়ায় ৩ কোটি টাকার আফিমসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ায় অভিনব কৌশলে লুকিয়ে পাচার করার সময় প্রায় সাড়ে তিন কোটি টাকা মুল্যের ৩.৫৮ কেজি আফিমসহ সুমন তংচংগ্যা (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২৭) আগস্ট বিকালে কেরানীহাট-বান্দরবান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন তংচংগ্যা বান্দরবান জেলার বাকিচড়া এলাকার প্রভাত তংচংগ্যার ছেলে। সোমবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র পরিচালক (মিডিয়া) মো.নুরুল আবছার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম সহ একজনকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মুল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা। তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সাতকানিয়া থানার কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর চট্টগ্রামের আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.