চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী আমিনুল হক বকুল হত্যার বিচারের দাবিতে মৌনমিছিল করেছেন সহপাঠীরা।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৬টায় চবির জিরো পয়েন্টে শহীদ বকুল স্মৃতি সংসদ এ মিছিল বের করে।
মিছিল শেষে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে বকুলের স্মরণে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। শহীদ বকুল স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ইউসুফ বলেন, বকুলের নৃশংস হত্যার ২৫ বছর হবে ৩ সেপ্টেম্বর। অথচ দীর্ঘ ২৫ বছরেও বকুল হত্যার বিচার হয়নি। বকুলের বৃদ্ধ বাবা-মা, চার ভাই ও দুই বোনের সংসারের সবাই এখনো প্রতীক্ষায় আছে নির্মম এ হত্যাকাণ্ডের বিচার দেখবে বলে। বিচারহীনতার এমন সংস্কৃতি আইনের শাসনের পথে বড় অন্তরায় বলে আমরা মনে করি।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ২৫ বছর আগে আমিনুল হক বকুলকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা দেখেছি তখন মৌলবাদীরা শিক্ষক শিক্ষার্থীদের কীভাবে নির্যাতন করত। এত নির্যাতন করেও তারা সফল হতে পারেনি। বকুল, আলী মুর্তাজাদের জীবনের বিনিময়ে এ ক্যাম্পাসে প্রগতির চর্চা প্রতিষ্ঠা হয়েছে।
এ সময় শহীদ বকুল সৃতি সংসদের সদস্য ও চবির হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী আরশাদ চৌধুরী, বোটানি বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার ভৌমিক ও সদস্য আব্দুর রহিমসহ শহীদ বকুল স্মৃতি সংসদের সদস্য ও বকুলের সহপাঠীরা উপস্থিত ছিলেন।
১৯৯৭ সালের ৩ সেপ্টেম্বর চবির মোজাম্মেল কটেজে ৩১তম ব্যাচের শিক্ষার্থী গণিত বিভাগের ছাত্র আমিনুল হক বকুলকে হত্যা করা হয়।