সৈয়দ আককাস উদদীন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশনায় গত ২৯শে আগষ্ট নকল স্ট্যাম্পও কোর্ট ফি সনাক্তকরণের ICD UV LED FLASH LIGHT ( UV-365NM) ডিভাইস ব্যবহার শীর্ষক প্রশিক্ষন কর্মসূচি – ২০২২ অনুষ্ঠিত হয়।
এতে চট্টগ্রাম বিভাগের বিচার বিভাগীয় কর্মকর্তা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি /সম্পাদকগন অংশ গ্রহন করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচি পরবর্তী সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ হতে প্রাপ্ত নকল স্ট্যাম্পও কোর্ট ফি সনাক্তকরণের ICD UV LED FLASH LIGHT ( UV-365NM) ডিভাইস চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী কর্তৃক চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আদালত সমূহের সহায়ক কর্মচারীদের মাঝে বিতরন করা হয়।
এসময় আদালতের সহায়ক কর্মচারীগন উপস্থিত ছিলেন।