চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে নকল ষ্ট্যাম্পও কোর্ট ফি সনাক্তকরণ ডিভাইস বিতরণ–২০২২

 

সৈয়দ আককাস উদদীন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশনায় গত ২৯শে আগষ্ট নকল স্ট্যাম্পও কোর্ট ফি সনাক্তকরণের ICD UV LED FLASH LIGHT ( UV-365NM) ডিভাইস ব্যবহার শীর্ষক প্রশিক্ষন কর্মসূচি – ২০২২ অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম বিভাগের বিচার বিভাগীয় কর্মকর্তা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি /সম্পাদকগন অংশ গ্রহন করেন।

 

উক্ত প্রশিক্ষণ কর্মসূচি পরবর্তী সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ হতে প্রাপ্ত নকল স্ট্যাম্পও কোর্ট ফি সনাক্তকরণের ICD UV LED FLASH LIGHT ( UV-365NM) ডিভাইস চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী কর্তৃক চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আদালত সমূহের সহায়ক কর্মচারীদের মাঝে বিতরন করা হয়।

 

এসময় আদালতের সহায়ক কর্মচারীগন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.