কর্ণফুলী উপজেলা এ,জে,চ‍ৌঃ উচ্চ বিদ‍্যালয় এর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নতুন কমিটি গঠিত

কর্ণফুলী প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের প্রবেশ দ্বার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল জলিল চৌধুরী বহুমুখী(কৃষি)উচ্চ বিদ‍্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে নব গঠিত প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ২০২২-২৫(ত্রি-বার্ষিক ) সেশনের জন্য গঠিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে স্থান পেয়েছেন শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, পেশাজীবী, ব্যবসায়ী ও সমাজ সেবকসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।

গত ০৯ সেপ্টেম্বর ২০২২ ইং শুক্রবার প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদ সভাপতি প্রফেসর আব্দুল হামিদ সভাপতিত্বে চট্টগ্রাম হোয়াইট ইন হোটেল কনফারেন্স রুমে জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিগত অনুষ্ঠানের আলোচনা পর্যালোচনা শেষে,পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলামের তত্ত্বাবধানে সকল উপদেষ্টা ও সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদ কমিটি গঠিত হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, এন এম,হোসাইন আকবর চৌধুরী, আব্দুল হালিম, মোহাম্মদ আবু তৈয়ব কন্ট্রাক্টর, মোঃ রেজাউল করিম।

সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় মর্জিনা আকতার মর্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ হাসমত আলী, মোহাম্মদ ওসমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন দিদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন হিরু, অর্থ সম্পাদক বদিউল আলম, সহ-অর্থ সম্পাদক ইলিয়াস হায়দার(ভূর্মি), আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওসমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদিন বাবু , ক্রীড়া সম্পাদক সাব্বির আহমেদ তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক সাবের আহমেদ, আপ্যায়ন সম্পাদক নুরুন্নবী, মহিলা সম্পাদিকা খুরশিদা বেগম,
সহ মহিলা সম্পাদিকা আনজু বিনতে হাশেম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মুহাম্মদ তৌফিক শিকদার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইদ্রিস মানিক, সদস‍্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, পাঠাগার সম্পাদক এম, ইউনুস, বিতর্ক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসির, গণ-সংযোগ সম্পাদক মোহাম্মদ লোকমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন, প্রচার সম্পাদক আব্দুল করিম, সাহিত্য বিষয়ক সম্পাদক তানভীর হাসান, সাংস্কৃতিক সম্পাদক মিঠুন নাথ, কার্যকরি সদস্য হলেন মুহাম্মদ মুছা চৌধুরী,মুহাম্মদ সাইফুউদ্দিন চৌধুরী প্রমূখ।

মন্তব্য করুন

Your email address will not be published.