শায়খ আল্লামা ড. ইউসুফ আল কারযাভীর ইন্তেকালে ড. আবু রেজা নদভী এমপির গভীর শোক

বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, মুসলিম উম্মাহর সবচেয়ে বড় নক্ষত্র শায়খ আল্লামা ড. ইউসুফ আল কারযাভী আজ ২৬ সেপ্টেম্বর দুপুরে কাতারের রাজধানী দোহায় ৯৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মুসলিম উম্মাহর সবচেয়ে বড় নক্ষত্র শায়খ আল্লামা ড. ইউসুফ আল কারযাভীর ইন্তেকালে গভীর শোক জ্ঞাপন করে এক বিবৃতি প্রদান করেছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিবৃতিতে তিনি বলেন, আল্লামা ড. ইউসুফ আল কারযাভী ছিলেন সমকালীন বিশ্বে শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ও বরেণ্য লেখক। তাঁর চিন্তা ও রচনা দ্বারা যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ ও মানবজাতি উপকৃত হবে। তিনি মনে করতেন, মুসলিম উম্মাহর ক্রান্তিলগ্নে প্রান্তিকতার দেয়াল ভেঙে মুক্তির নতুন সূর্য আনতে ‘মধ্যমপন্থা’ হতে পারে সফল মাধ্যম। মধ্যমপন্থার ব্যাখ্যা, ক্ষেত্র, পরিসীমা ও প্রয়োগবিধি নিয়ে শাইখ ইউসুফ আল কারজাভির চমৎকার উপস্থাপনা ‘মধ্যমপন্থা’(ওয়াসাতিয়্যাহ) এক অনবদ্য রচনা। আল জাজিরা টেলিভিশনে ‘শরীয়াহ এবং জীবন’ নামক অনুষ্ঠান তাঁকে পৃথিবীব্যাপি ব্যাপকভাবে পরিচিত করে তোলে। ইসলামী দিক দর্শন, মানব জীবন, সামাজিক বিধান, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, দর্শনসহ নানা দিক নিয়ে মিশরীয় বংশদ্ভূত এই ইসলামিক স্কলারের কয়েকশ গ্রন্থ রয়েছে। সবগুলোই পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। শায়খ আল্লামা ড. ইউসুফ কারাজাভি আন্তর্জাতিক বিভিন্ন একাডেমিক সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় সম্পৃক্ত ছিলেন। তিনি ইসলামি সম্মেলন সংস্থা (OIC), রাবেতা আল-আলম আল-ইসলামি এবং ইসলামিক স্টাডিজ সেন্টার, জর্ডানের রয়্যাল অ্যাকাডেমি ফর ইসলামিক কালচারাল অ্যান্ড রিচার্জ (Royal academy for Islamic culture and research), অক্সফোর্ড এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শায়খ ইউসুফ কারাজাভি ১৪১১ হিজরিতে ইসলামী অর্থনীতিতে অবদান রাখায় ব্যাংক ফয়সল পুরষ্কার লাভ করেন। ইসলামি শিক্ষায় অবদানের জন্য ১৪১৩ হিজরিতে মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া অর্জন করেন আন্তর্জাতিক পবিত্র কোরআন সম্মাননা পুরস্কার (দুবাই) ও আল-ওয়াইস পদক (সংযুক্ত আরব আমিরাত)। ১৯৯৭ সালে ব্রুনাই সরকার তাঁকে ‘হাসান আল বলকিয়া’ পুরষ্কারে ভূষিত করে। এছাড়াও তাঁর বৈচিত্র্যময় পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ তিনি নানা পদক ও সম্মাননায় ভূষিত হন। তিনি আলেমদের আন্তর্জাতিক সংগঠন ‘ইত্তেহাদুল আলামী লি উলামাইল মুসলিমীন’ এর সভাপতি ছিলেন। ১৯৯৭ সালে ইউরোপীয়ান কাউন্সিল ফর ফতোয়া অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠা করেন এবং ইন্তেকাল অবধি এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্সের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বিস্ময়কর প্রতিভার অধিকারী বরেণ্য ইসলামিক স্কলার শায়খ আল্লামা ড. ইউসুফ কারাজাভির জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে জান্নাতুল ফেরদৌসের আ’লা মাকাম নসীব কামনা করেন। বার্তা প্রেরক অধ্যাপক শাব্বির আহমদ প্রেস সচিব, মাননীয় সংসদ সদস্য।

মন্তব্য করুন

Your email address will not be published.