চট্টগ্রামে মধ্যরাতে শেখ হাসিনার সমর্থনে মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ঝটিকা মিছিল বের করা হয়েছে। পরে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিছিলটি প্রবর্তক মোড় থেকে বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল প্রবর্তক মোড় থেকে মিছিলটি বের করে-বদনা শাহ মাজার পার হয়ে এগোতে থাকে।

এরপর মিছিলে থাকা নেতাকর্মীরা বিভিন্ন অলিগলিতে চলে যায়। ওই মিছিলে স্লোগান দেওয়া হয়- ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমরা কারা- শেখ হাসিনা, তোমরা কারা- শেখ হাসিনা।’ মিছিলের ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে, মিছিল-পরবর্তী অভিযান চালিয়ে চট্টগ্রাম নগর যুবলীগ নেতা দিদারুল আলম দিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিদারুল আলম দিদার চট্টগ্রাম ক্রীড়া সংস্থার সাবেক সদস্য।

ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির শীর্ষ পদেও ছিলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে নগরের দুই নম্বর গেটে নিহত ফার্নিচার দোকানের কর্মচারী ফারুক হত্যা মামলা এবং বিস্ফোরক আইনের দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, মধ্যরাতে ১৫ থেকে ২০ জনের একটি দল প্রবর্তক মোড় থেকে মিছিল বের করে মাত্র দুই মিনিটের মধ্যেই বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে চলে যায়। এ ঘটনায় অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

Your email address will not be published.