সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের উদ্যোগে আইডিয়াল কেজি স্কুলে সচেতনতা সমাবেশে বক্তারা বলেন, পরিশ্রম ছাড়া কখনো সফলতা অর্জন করা যায়না। সচেতনতায় পরিবর্তন সম্ভব হয়। শক্ত মনোবল নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। ৬ নভেম্বর সকাল এগারটায় পোকখালীর আইডিয়াল কেজি স্কুলে শিক্ষার্থীদের নিয়ে বাল্য বিবাহ, ইভটিজিং,মাদক প্রতিরোধসহ কোরআন,নামাজ শিক্ষা চালুকরণ বিষয়ক এক সচেতনতা সমাবেশ সম্পন্ন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমের সভাপতিত্বে ও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগরের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ঐক্য পরিবার সদস্য শিক্ষক আনাছ বিন নুর। সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঐক্য পরিবারের এডমিন, পল্লী চিকিৎসক রেহেনা নোমান কাজল, সম্ভব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক রুবেল,ঐক্য পরিবারের নিবার্হী সদস্য ফাহিম। শিক্ষার্থী রুকায়েস নুরের কোরান তেলোয়াতের মধ্য দিয়ে অনুভূতি ব্যক্ত করেন- ছাত্রী নাবিলা সুলতানা। তিনি বলেন- সচেতনতা সৃষ্টির লক্ষে এ ধরনের কর্মসুচী মাঝে মাঝে করলে ভাল হয়, অনেক উপ কারে আসবে আমরা শিক্ষার্থীদের। বাল্য বিবাহ,ইভটিজিং ও মাদক প্রতিরোধে শিক্ষার্থীরা সচেতনতার মাধ্যমে এগিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, ডিসি ক্যামব্রিয়াল স্কুল, রত্নাগর্ভা স্কুল, পাবলিক স্কুলের পর পোকখালী আইডিয়াল স্কুলে সফলভাবে সচেতনতা সমাবেশ সম্পন্ন করলো ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।