আশ-শেফায় রোগীদের হিসেব ‘লুকোচুরি’, এলাইটে শর্তভঙ্গ করে বাড়তি শয্যা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাতকানিয়ার কেরানীহাটে অভিযান চালিয়ে আশ-শেফা হাসপাতাল (প্রাঃ) লিমিটেড ও এলাইট হাসপাতালকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে আশ-শেফা হাসপাতালকে রোগী ভর্তি থেকে শুরু করে ছাড়পত্র দেওয়া পর্যন্ত চিকিৎসা চলাকালীন সময়ে খরচ-পাতির পরিপূর্ণ রশিদ না দেওয়ায় ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা এবং শর্তভঙ্গ করে ১০ শয্যার স্থলে কেবিনসহ ২৭ শয্যা করায় এলাইট হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রায়হান সিদ্দীকি, র‌্যাব ১৫ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, রোগীদের খরচের পরিপূর্ণ রশিদ না দেওয়ায় ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে আশ শেফা হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা এবং লাইসেন্সের শর্তভঙ্গ করে শয্যা বাড়ানোর অপরাধে এলাইট হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় একটি সিএনজি অটোরিকাশর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.