শনিবার দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চলছে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোসলেম উদ্দিন আহমদের শোক সভা।
কেন্দ্রীয় নেতাদের আগমনে নেতা-কর্মীদের তিল ধারণের ঠাঁই নেই কনভেনশন সেন্টারে। সভা শেষে উৎসুক নেতা-কর্মীদের হুড়োহুড়িতে কাঁচের দরজা ভেঙে মাথায় পড়লে গুরুতর আহত হন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এরপর তাঁকে নিতে হয় হাসপাতালে। সঙ্গে সঙ্গে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। মাথায় দিতে হয় চার সেলাই। চিকিৎসা শেষে বাসায় বিশ্রামে ছিলেন তিনি।
এর মধ্যেই আজ রোববার (৫ মার্চ)দুপুর ১২টায় ২৩ নম্বর পাঠানটুলি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত হন আ জ ম নাছির উদ্দীন।
পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যও দেন তিনি। আহত হওয়ার পরও নাছিরের এমন কার্যক্রমকে প্রশংসার চোখে দেখছেন নেতা-কর্মীরা। তারা বলছেন, আহত হওয়ার পর চাইলে তিনি বিশ্রামে থাকতে পারতেন। কিন্তু এরপরও পূর্ব নির্ধারিত কর্মসূচি বাদ দেননি। এ থেকেই বোঝা যায় তিনি দলের প্রতি কতটা আন্তরিক।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, ‘সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ভাই এখন অনেকটাই সুস্থতার পথে। দীর্ঘ ২১ বছর পর ২৩ নং পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে আজ। তাই তিনি অসুস্থ হয়েও পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দায়িত্ব এভাবেই সফলতার সাথে বছরের পর বছর পালন করে যাচ্ছেন তিনি।