পটিয়া প্রতিনিধি
পটিয়া উপজেলার চানখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বন্যা নিয়ন্ত্রণ,নিষ্কাশন ও সেচ”প্রকল্পের আওতায় চানখালি খালের ৩.৫০০ কিঃমি পুনঃখনন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সোমবার (৬ ফেব্রুয়ারী) নির্বাহী প্রকৌশলী (পুর) শওকত ইবনে সাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম দঃজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি,পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু,পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরী, পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিমির বরন চৌধুরী,বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু,আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাসেম সহ আওয়ামী লীগের জেলা ও উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন,৩.৫ কি: মি: খাল খননের মাধ্যমে এতদাঞ্চলের কৃষকদের উন্নয়ন হবে। এখানে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।তিনি বলেন, কৃষকের উন্নয়নে সরকার সব সময় আন্তরিক।