সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া ১৫নং ছদাহার ৫নং ওয়ার্ডে ছৈয়দাবাদ ওস্তা পাড়া এলাকায় বুধবার বিকালে মাদক ব্যবসায়ী শামসু মিয়া এর পুত্র আবছার (৩৪) এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে আবছার বাহিনির হাতে নিপীড়ন নির্যাতনে শিকার হলেন এলাকার লোকজন। গত ১০ মার্চ ঐ এলাকার দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ। ঐ গ্রেফতারকে কেন্দ্র করে ১৯ শে মার্চ রাত সাড়ে আটটায় পুলিশের সহযোগী হিসাবে সন্দেহ করে বহিরাগত ভাড়াটিয়া কয়েকজন সন্ত্রাসী দিয়ে ঐ এলাকার হারুনুর রশিদ (৩৩) নামক এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে । এতে হারুনুর রশিদকে লোহার রড ও লাঠি ধারা গুরুতর জখম করে বলে জানান বাদী হারুনুর রশিদের পিতা মনির আহম্মদ। এসময় হারুনুর রশিদের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় সাতকানিয়া থানায় হারুনুর রশিদের পিতা মোহাম্মদ মনির আহম্মদ বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অন্য দিকে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি সত্য এবং একি সাথে ঐ আবছার স্থানীয় সরকার নজরুল ইসলামকেও প্রাণনাশের হুমকি প্রধরে বলে তিনি জানান। তিনি আরো বলেন, আবছার অনেকদিন ধরে বিভিন্ন কায়দা অবলম্বন করে এই মাদক ব্যবসা করে আসছে। বর্তমানে তার সেইলম্যান হিসাবে রয়েছে শতাধিক যুবক যার প্রতিফলে ধংস হচ্ছে আজকের ছাত্র ও যুবসমাজ। তবে এই আবছারের বিরুদ্ধে প্রতিবার করার সাহস পাইনা স্থানীয় লোকজন। কেন না রাস্তা ঘাটে রাতের অন্ধকারে খুন, গুম, হত্যার হুমকি প্রদান করে এই আবছার। এবং রাতের অন্ধকারে হামলা চালায় তার বিরুদ্ধে প্রতিবাদ করা লোকজনের ওপর।