চবিতে ভর্তি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২১% শিক্ষার্থী

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ সেশনের ভর্তি পরীক্ষার প্রথমদিনে প্রায় ২১ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে ট্রেনের শিডিউল জটিলতায় প্রথম পর্বের পরীক্ষা শুরু হতে ১৫ মিনিট বিলম্ব ছাড়া সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের মূল পর্বে বিজ্ঞান, জীববিজ্ঞান. ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগে অর্থাৎ এ-ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থী বেশি হওয়ায় মোট চার পর্বে ভাগ করে পরীক্ষা নেওয়া হচ্ছে। বুধবার বাকি দুই পর্বে পরীক্ষায় বসবেন ভর্তিচ্ছুরা।

প্রথম পর্বের পরীক্ষা সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও ট্রেন চবি স্টেশনে পৌঁছাতে কিছুটা বিলম্ব হওয়ায় ১৫ মিনিট দেরিতে শুরু হয়। দ্বিতীয় পর্বের পরীক্ষা নির্ধারিত সময়ে দুপুর সোয়া ২টায় শুরু হয়।

এ-ইউনিটের উপ-সমন্বয়ক অধ্যাপক ড. রাশেদ মোস্তফা সারাবাংলাকে জানিয়েছেন, প্রথম পর্বে ১৪ হাজার ৮২৭ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৮৪০ জন। উপস্থিতির হার ৭৯ দশমিক ৪৩ শতাংশ। দ্বিতীয় পর্বে ১৪ হাজার ৮৪৫ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৮২৯ জন। উপস্থিতির হার ৭৯ দশমিক ৫০ শতাংশ।

দুই পর্ব মিলিয়ে উপস্থিতির হার ৭৯ দশমিক ৪ শতাংশ। আর অনুপস্থিতির হার ২০ দশমিক ৬০ শতাংশ।

সকাল সাড়ে ১১টায় পরীক্ষার হল পরিদর্শনে যান উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এসময় তিনি সারাবাংদিকদের বলেন, ‘সোমবার রাতে অতি বৃষ্টির কারণে শাটল ট্রেনে কিছু সমস্যা হয়েছিল। ট্রেন ছাড়তে ১৫ মিনিট দেরি করায় পরীক্ষাও ১৫ মিনিট দেরিতে শুরু হয়েছে।’

বুধবার (১৭ মে) দুই পর্বে এ-ইউনিটের মোট ৩৭ হাজার ৩২৯ জনের পরীক্ষায় বসার কথা রয়েছে। এদিন সকাল ১১ টায় প্রথম পর্ব এবং দুপুর সাড়ে তিনটায় দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে।

ভর্তি পরীক্ষা চলবে ২৫ মে পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ২ লক্ষ ৫৬ জন শিক্ষার্থী আবেদন করেন। মোট ৪ হাজার ৯২৬ টি আসনের বিপরীতে লড়ছেন ৪১ জন শিক্ষার্থী।

মন্তব্য করুন

Your email address will not be published.