পরিবেশ দিবসে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

বিশ্ব পরিবেশ দিবসে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরী সিআরবি এলাকায় সোমবার (৫ জুন) মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তসলিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, আজিজ মিছির, নাজমুল হুদা শিপন ও প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, ‘মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অনুযায়ী সবার অন্তত একটি কওে গাছ লাগলো উচিত। প্লাস্টিকের পরিবর্তে খাদ্য ও অন্যান্য দ্রব্য প্যাকেজিং করতে টিন, অ্যালুমিনিয়াম, কাগজ, কাপড়, পাট, বাঁশ ও কাঠের তৈরি দ্রব্য সহজেই ব্যবহার করা যায়, যা অতি সহজেই পচনশীল এবং রিসাইকেল করা সম্ভব তাই সরকারি নির্দেশনা মেনে প্লাস্টিক ব্যবহারে অনুৎসাহিত করে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.