মিয়ামিতেই নাম লেখালেন মেসি

সৌদি আরবের আল-হিলাল কিংবা স্প্যানিশ বার্সেলোনায় নয়, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতেই থিতু হচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বুধবার (৭ জানুয়ারি) রাতে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তো ও মুন্দো দেপোর্তিবোকে দেওয়া সাক্ষাতকারে এমনটি জানালেন মেসি নিজেই। এ ঘোষণার মধ্যদিয়ে অবসান হলো সপ্তাহব্যাপী চলা সব আলোচনা, জল্পনা-কল্পনার। শেষ হয়েছে পিএসজি অধ্যায়।

এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকেই এক টুইটে স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগ জানিয়েছিলেন, ইন্টার মায়ামিতেই যাচ্ছেন মেসি। তার সে টুইটের কয়েক ঘণ্টা পর আর্জেন্টাইন তারকা নিজেই স্পোর্তো ও মুন্দো দেপোর্তিবোকে দেয়া সাক্ষাতকারে নিজের গন্তব্যের বিষয়ে নিশ্চিত করেছেন।

মেসি বলেন, ‘আমি বার্সেলোনায় ফিরছি না। সিদ্ধান্ত নিয়েছি আমি মিয়ামিতে যাচ্ছি। এখনও চুক্তির সব কাজ শতভাগ সারতে পারিনি। কিছু বিষয় বাকি আছে। তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘আমি আসলেই বার্সেলোনাতে ফিরতে চেয়েছিলাম এবং এটা নিয়ে খুবই শিহরিত ছিলাম। কিন্তু সেখান থেকে বিদায়ের সময় যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিল, সেই অবস্থার মধ্যে আবার পড়তে চাইনি; সামনে কী ঘটবে, তা দেখার অপেক্ষায় থাকতে এবং অন্যের হাতে নিজের ভবিষ্যৎ তুলে দিতে চাইনি।’

বছর দুয়েক আগে মেসি যখন বার্সা ছাড়েন তখন এক প্রকার বাধ্য হয়েই তা করতে হয়েছিল এই আর্জেন্টাইনকে। মূলত ক্লাবটির আর্থিক সমস্যার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল। যেটা এদিনও মনে করিয়ে দিলেন মেসি, ‘শুনেছিলাম (আমাকে আনার জন্য) বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে, আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে চাইনি, কিংবা এইসব কিছুর দায় নিতে চাইনি।’

পিএসজি ছাড়ার আগেই মেসিকে পাওয়ার জন্য উদগ্রীব ছিল বড় বড় ক্লাবগুলো। এর মধ্যে ছিল তার পুরোনো ঠিকানা বার্সেলোনা ও সৌদি ক্লাব আল হিলাল। আর্জেন্টাইন এ সুপার স্টারকে পেতে বছরে ৫০০ মিলিয়ন ইউরো (প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকা) পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছিল সৌদি ক্লাবটি। তবে সবকিছু ফেলে শেষ পর্যন্ত মিয়ামিতেই নাম লেখালেন মেসি

মন্তব্য করুন

Your email address will not be published.