বোয়ালখালীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রামের বোয়ালখালীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে ফিগো ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৩ জুন) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বোয়ালখালীর আরাকান সড়কের শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের বোয়ালখালী অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে গতকাল সোমবারও একইভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

শ্রমিকরা বলছেন, গত এপ্রিল মাসে কারখানাটি শ্রমিকের বেতন আটকে রেখে কারখানার কার্যক্রম বন্ধ করে দেয়। কারখানাটিতে প্রায় ৪শ শ্রমিক কাজ করতো। আজ দিব, কাল দিব করে মালিকপক্ষ এতদিন সময়ক্ষেপণ করেছে। মালিকপক্ষ ১৩ জুন, ১৫ জুন ও ২০ জুন শ্রমিকদের বকেয়া বেতন দিতে চায়। কিন্তু কিস্তিতে বকেয়া নিতে আমরা রাজি না।

চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম সেলিম বলেন, মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধে নানা অজুহাত দেখানোর কারণে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা তিন কিস্তিতে বকেয়া অর্থ পরিশোধ করতে চায়। কিন্তু শ্রমিকরা তা মানতে নারাজ। বিষয়টির চূড়ান্ত সমাধান না হওয়ায় শ্রমিকরা এখনো কারখানার সামনে বিক্ষোভ করছে।

মন্তব্য করুন

Your email address will not be published.