নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের বন্যার্তদের মাঝে গোলাম হোসেন ফাউন্ডেশন ধারাবাহিক ভাবে ত্রাণ বিতরণ করে আসছে।
তারই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুরে (১২ই আগষ্ট) এওচিয়ার ৫টি ওয়ার্ডে ৩০০বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
গোলাম হোসেন ফাউন্ডেশনের পক্ষে ত্রাণ বিতরণ করার সময় উপস্থিত ছিলেন এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ এবং আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া ও গোলাম মোস্তফা, এবং গোলাম হোসেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু সুফিয়ান, ও ফাউন্ডেশনের সদস্য সচিব ও এওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
যুবলীগনেতা জিএম কাদের,হাসান উল্লাহ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো:ইউনুস, আব্দুল আজিজ রুবেল মন্জুর,ছাত্রলীগনেতা মো:সাইমন।