নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাংলাবাজার ও দেওদিঘী বাজার এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সঙ্কটের সময় থেকে জনসাধারণকে জিম্মি করে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির একাধিক অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সাতটি দোকানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বাংলাবাজারের ব্যবসায়ী আব্দুল জলিল (৫০) কে ১০ হাজার টাকা, আব্দুর শুকুর (৪৩) কে ৪০ হাজার টাকা, আব্দুল জব্বার (৪৫) কে ৫ হাজার টাকা, মোঃ কিবরিয়া (৪০) কে ৫ হাজার টাকা, দেওদিঘী বাজারের ব্যবসায়ী মোঃ বশির আহমদ (৬০) কে ৫ হাজার টাকা, মোঃ জামাল (৩৫) কে ২০ হাজার টাকা এবং কোরবান আলী (৪৩) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।