চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকায় সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশনের ত্রান সামগ্রী বিতরণ

 

 

নিজস্ব প্রতিবেদক 

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলায় সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন উদ্যো‌গে ৫০০শত প‌রিবা‌রের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।
সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়া ডাঙ্গা, পুরানগড় ইউনিয়নের ফকিরখীল, বৈতরনী, ম‌নেয়াবাদ, বাজা‌লিয়া বিয়াইন বাজার, কেরানীহাট উত্তর ডেমশা, দোহাজারী পৌরসভা, চন্দনাইশ উপজেলার কা‌লিয়াস সহ বন‌্যার্ত অসহায়‌দের মা‌ঝে খাদ‌্য সামগ্রী বিতরণ করা হয়। এই মানবিক কার্যক্রম অংশ নেনে সাতকানিয়া সাংবা‌দিক ফোরামের নেতৃবৃন্দ।
বিতরণকা‌লে উপ‌স্থিত ছি‌লেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস‌্য মোঃ কায়কোবাদ ওসমানী, ফাউন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শ‌হিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাংবাদিক সরোয়ার আমিন বাবু, সাংবাদিক উৎফল বড়ুয়া, মোঃ ইসমাইল, এসএম বাবু (বা‌প্পি) সহ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান প্রমুখ।
ফাউন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শ‌হিদুল ইসলাম প্যাকেটিং প্রস্তুত কালে সাতকানিয়া রি‌সোর্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানা‌ন।

 

সহ‌যো‌গিতায় ছিল জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট, মহিন উদ্দিন দুলাল ট্রাস্ট, হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশন, হাইব্রীড সিটি আবাসিক প্রকল্প, মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট, জালালাবাদ লিভার ট্রাস্ট, মনচন্দ্র-শুশীলা, বিমান-পটু ফাউডেশন, রেনুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন, কবি আবুল বশর আনসারী স্মৃতি পরিষদ, আলোকিত সাতকানিয়া-লোহাগাড়া, ব্যারিস্টার মনোয়ার ফাউন্ডেশন, রোকেয়া নূর সমাজ কল্যাণ সংস্থা, সৈয়দা রাজিয়া মোস্তফা ট্রাস্ট, সাদিক কেয়ার ক্লাব।
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.