লোহাগাড়া প্রতিনিধি:
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে হবে এবং অভিভাবকদেরও শিক্ষার মানোন্নয়ে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি।
আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা অলি আহমদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অত্র বিদ্যালয়ের এসএমসি সভাপতি সালাউদ্দিন হিরুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দীন, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আসহাব উদ্দীন, লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মাস্টার শফিকুর রহমান, মাস্টার আবদুল মান্নান প্রমুখ।