পেট ভরে ভাত খেয়ে টাকা দেয়না কক্সবাজারের মারুফ আদনান!
তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যার প্রতিবেলায় লাগে মাংস
হোটেলে ছাত্রলীগ নেতার ৩ লাখ টাকা ভাতের বিল বাকি রয়েছে। সেই বকেয়া টাকা চাওয়ায় উল্টো মালিককে মারধর করে হোটেল ভাংচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনান।
হোটেল মালিক শাহাব উদ্দিন জানান, তিনি কক্সবাজার কলাতলী মোড়ের ওয়ার্ল্ড বিচ হোটেলের নিচে ‘আবছার হোটেল’ নামে ছোট্ট একটি ভাতের হোটেল চালান। সেখানে ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক মারুফ আদনান ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে নিয়ে গত ৭/৮ মাস ধরে ভাত খেয়েছেন। এতে তাদের ৩ লাখ টাকা বকেয়া হয়। এই বকেয়া টাকা চাইলে তাকে ছাত্রলীগের প্রভাব দেখিয়ে হুমকি দিয়ে ভয়ভীতি দেখানো হত।
- তিনি আরও জানান, গত ২৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ছাত্রলীগ নেতা মারুফ আদনানসহ ৭জন মাংস দিয়ে ভাত খেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল, ওই সময় তাদের কাছে টাকা চাইলে তারা ক্ষেপে যায়। তখন বকেয়া টাকা চাওয়ার অপরাধে রাগান্বিত হয়ে হোটেলের বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। বাধা দিলে তাকে ও তার বৃদ্ধ পিতা ওয়াদ আলী (৫৬) কে মারধর করে। পরে ৩০ হাজার টাকা ক্যাশ থেকে লুট করে নিয়ে চলে যায়।
এদিকে এ ঘটনার পর হোটেলটির মালিক শাহাব উদ্দিন বাদী হয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, আসাদুজ্জামান সায়েম, আফনান প্রকাশ আদনান, ওয়াশিক আহমেদ, মুন্না, শফিউল আলম লাকি এবং সাইমনকে বিবাদী করে ২৭ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ করেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুজ্জামান বলেন, বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে। সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা আবু মোহাম্মদ মারুফ আদনানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।