পটিয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উদযাপন

 

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

অনলাইন তথ্য প্রবাহ সুনিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল ওয়েবসাইট হালনাগাদ রাখার দাবী

আজ বুধবার ( ২৭ সেপ্টেম্বর সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি পটিয়ার উদ্যোগে “ইন্টারনেটে তথ্য পেলে, জনগণের শান্তি মিলে” এই প্রতিপাদ্যের আলোকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচন সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে অংশগ্রহণ করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, উপজেলা কৃষি অফিসার কল্পনা রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সহকারী তথ্য অফিসার উজ্জল শীল, পটিয়া থানার এএসআই জিয়াউল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সনাক নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এরিয়া কো-অর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্রের সভাপতিত্বে আলোচনা সভা উপজেলাা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। শুরুতেই দিবসের ধারণা পত্র পাঠ করেন ইয়েস সদস্য রাগীব সারোয়ার ও শুভেচ্ছা বক্তব্য রাখেন এসিজি সদস্য ডা. মীর আরিফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন বাংলাদেশের আপামর জনগনের অধিকার সমুন্নত রাখতে ২০০৯ সালে মহান জাতীয় সংসদে তথ্য অধিকার আইন পাশ হলেও এই আইন বাস্তবায়নে বিভিন্ন প্রতিবন্ধকতা এখনো বিদ্যমান। এই আইনের সুফল জনগনের দ্বারগোড়ায় এখনো পৌছায়নি। সবচেয়ে বড় কথা হলো এই আইন বাস্তবায়নে যারা সর্বাগ্রে এগিয়ে আসার কথা তারাই উদাসীন। তথ্য অধিকার আইন ২০০৯ পাশ হলেও সরকারি বেসরকারি সকল সেক্টরকে এই আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এছাড়াও সাধারণ জনগণ আগ্রহী হয়ে তথ্য অধিকার আইন বাস্তবায়নে এগিয়ে আসলেও দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তারা তথ্য দিতে গড়িমসি করেন। কোথাও কোথাও তথ্য চাইতে গিয়ে উল্টো হয়রানীর শিকার হয়েছেন। সরকারী ওয়েব পোর্টালে সকল তথ্য হালনাগাদ রাখার কথা থাকলেও প্রয়োজনীয় নির্দেশনা ও মনিটরিং এর অভাবে সকল তথ্য হালনাগাদ রাখা হয়না, অসম্পূর্ণ তথ্য থাকে। সকল দপ্তরের তথ্য হালনাগাদ করার জন্য দাবী জানানো হয়। বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকারি যথাযথ উদ্যোগের পাশাপাশি তথ্য কমিশন, বেসরকারি সংস্থা, গনমাধ্যম, নাগরিক সমাজ ও সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মো. ইসহাক, সনাক সদস্য এসএমএকে জাহাঙ্গীর, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাংবাদিক আবদুর রাজ্জাক, নিত্যময় চৌধুরী, এডভোকেট রাহুল মজুমদার, বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রোগ্রাম অফিসার আবদুল করিম, ইয়েস সহদলনেতা ইয়াছমিন আকতার, এসিজি সহ-সমন্বয়কারী জিএম কাদের, জেবুন্নেছা চৌধুরী ও ইমন দে বিজয়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.