অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ: পূজামণ্ডপে বক্তারা

নিজস্ব প্রতিবেদক:

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের গোলাপ বাগান সেবাকানন ও উপজেলার বিভিন্ন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। সোমবার রাত ৮টায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসবের নবমীতে সাতকানিয়া পৌঁছায় উপজেলার রামপুরের মল্লিক বাড়ি ও সদর পূজামণ্ডপ পরিদর্শন করেন। জেলা প্রশাসক আবুল বশর মোহাম্মদ ফখরুজ্জামান এসময় শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষে পূজামন্ডপের আইন শৃঙ্খলা বিষয়ের সার্বিক খোঁজ খবর নেন। এসময় মল্লিক বাড়ির পারিবারিক ভোজে অংশ নেন।সেখানে কিছুক্ষণ অবস্থান করেন সদর কালিবাড়ি মন্দির পরিদর্শন ও উপজেলা ভূমি অফিসের গোলাপ বাগান সেবাকানন উদ্বোধন করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা রনজিৎ মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভির আল নাসীফন,সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, কুতুব উদ্দীন চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মেয়র মোহাম্মদ জোবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার সিবলী নোমান, এ্যাসিল্যান্ড ইয়াসির আরাফাত, এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ, বাজালিয়া চেয়ারম্যান তাপস দত্ত, সদর ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, মোহাম্মদ আলী।এবং-সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ এর আহব্বায়ক আশুতোষ চক্রবর্তী, সদস্য সচিব সৈকত পালিত রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য -রিপন দাশ সুজন ও ইঞ্জিনিয়ার লিখন কান্তি দাশ।

মন্তব্য করুন

Your email address will not be published.