চট্টগ্রাম -১৫ আসন: নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নির্বাচনী আরচণ বিধি পালন ও সার্বিক তথ্য সংগ্রহে মাঠে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ ২ ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্পটে সরেজমিন পরিদর্শন ও নির্বাচনী মাঠে অবস্থান করেন চট্টগ্রাম-১৫ আসনে নিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন।

তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট।বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার কার্যালয়ের সহকারী কর্মকর্তা ফয়সাল আমির।

উল্লেখ্য, এর আগে চট্টগ্রাম -১৫ আসনে নৌকার মনোনীত প্রার্থী ড. আবু রেজা নদভীকে নির্বাচনী আরচণ বিধিমালা না মানায় তলব করেছিল চট্টগ্রাম -১৫ আসনের দায়িত্ব প্রাপ্ত নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনির।

যদিও, নৌকার প্রার্থী ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি নির্বাচন কমিশনের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার এবং নির্বাচন কমিশনকে সব ধরণের সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর বলে জানান। ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান কর্তৃক প্রেরিত নোটিশের ব্যাখ্যা ইতিমধ্যেই আমার পক্ষে আমার সমর্থক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রদান করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.