নদভী কন্যার টাকা বিলি,নালিশ গেল ইসিতে: চট্টগ্রাম -১৫

 

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম -১৫ আসনের নৌকার মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদদ্দীন নদভীর বিরুদ্ধে প্রকাশ্যে টাকা বিলির অভিযোগ করেছে সতন্ত্র প্রার্থী (ঈগল) আবদুল মোতালেব।

২৯শে ডিসেম্বর (শুক্রবার) দ্বাদশ  সাংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নৌকার প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন’র পক্ষে নির্বাচনী প্রচারকালে তার কন্যা জাইমা তারান্নুম তার এক সহযোগীকে দিয়ে বিভিন্ন স্থানে নগদ অর্থ বিলি করে ভোটারদের প্রভাবিত করছেন। তারা এমনকি ধর্মগ্রন্থ ছুঁয়ে নগদ অর্থ বন্টনের মাধ্যমে শপথ করানোর কথা বলেও ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা চালাচ্ছেন।

অভিযোগ আরও উল্লেখ করেন, নির্বাচনের পূর্বে এ ধরনের অসুস্থ প্রবণতা আরো বাড়তে পারে বলে আমরা মনে করছি। নির্বাচনের আগের রাতেও নগদ টাকা বিলানো হবে বলেও উল্লেখিত প্রার্থী বলে বেড়াচ্ছেন।
সতন্ত্র প্রার্থী (ঈগল) আবদুল মোতালেব বলেন, এ ধরনের প্রবণতা দ্রুততম সময়ে বন্ধ না হলে নির্বাচনী পরিবেশ বিনষ্ট হবার আশংকা করা হচ্ছে।

 

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.