চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনে আইআইইউসি’র শিক্ষক-কর্মকর্তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন

মোতালেবের অভিযোগ

 

চট্টগ্রাম-১৫ আসনে (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর
পক্ষে বেসরকারী আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা কর্মচারী দিয়ে প্রচারণার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী। বুধবার দুপুরে আসনটির স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থী প্রধান নির্বাচনী সমান্বয়কারী ডা. আ ম ম মিনহাজুর রহমান।
চট্টগ্রামের রিটানিং অফিসারের কাছে দেয়া অভিযোগে উল্লেখ করা হয়- ‘বুধবার নগরীর টেরিবাজারের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারকালে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) বেশ কিছু শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রচারণায় অংশ নিতে দেখা যায়। তারা ব্যানার হাতে নানা বক্তব্যও রেখেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- প্রফেসর ডা. মাহিউদ্দিন, প্রফেসর আফজল আহমদ, রেজিস্ট্রার আক্তারুজ্জামান, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবীর, প্রক্টর ইফতেখার উদ্দিন, ডাইরেক্টর ফয়সল, খোরশেদ ও নাসির উদ্দিন।’
অভিযোগে আরও বলা হয়- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাইক্রোবাস ও ৩৫ আসনের একটি বাসযোগে প্রতিদিন কতিপয় বহিরাগত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। পাশাপাশি অনেককে বিশ্ববিদ্যালয়টিতে চাকুরি দেয়ারও প্রলোভন দেখানো হচ্ছে বলে উল্লেখ করা হয়।’ উল্লেখ্য, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।
স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেব এর প্রধান নির্বাচনী সমন্বয়কারী ডা. আ ম ম মিনহাজুর রহমান জানান, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী প্রকাশ্যে কোন নির্বাচনে অংশ নিতে পারেননা। এ কারণে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.