খাগরিয়ায় সাহেদা-জাফর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

 

 

 

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরেও গতকাল ৮ মার্চ শুক্রবার দুইশত পরিবারের মাঝে আমেরিকান প্রবাসী সাহেদা-জাফর ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজ সেবক আলহাজ্ব. এম.এ জাফরের অর্থায়ন সাতকানিয়াস্থ খাগরিয়া ইউনিয়নে সাহেদা -জাফর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। চরখাগরিয়া “অবকাশ” কার্যালয়ে মৌলানা খায়রুল বশরের মোনাজাতের মাধ্যমে ইফতার বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন ও বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কাশেম, আব্দুল্লাহ আল মামুন,এম মনজুর আলম, মাহবুব,বেলাল, মৌলানা আজিজুল হক,মৌলানা আবদুস সালাম,মৌলানা হাবীবুর রহমান,মৌলানা শাহ আলম,মোঃআবু সায়েদ প্রমূখ।

মন্তব্য করুন

Your email address will not be published.