নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরেও গতকাল ৮ মার্চ শুক্রবার দুইশত পরিবারের মাঝে আমেরিকান প্রবাসী সাহেদা-জাফর ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজ সেবক আলহাজ্ব. এম.এ জাফরের অর্থায়ন সাতকানিয়াস্থ খাগরিয়া ইউনিয়নে সাহেদা -জাফর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। চরখাগরিয়া “অবকাশ” কার্যালয়ে মৌলানা খায়রুল বশরের মোনাজাতের মাধ্যমে ইফতার বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন ও বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কাশেম, আব্দুল্লাহ আল মামুন,এম মনজুর আলম, মাহবুব,বেলাল, মৌলানা আজিজুল হক,মৌলানা আবদুস সালাম,মৌলানা হাবীবুর রহমান,মৌলানা শাহ আলম,মোঃআবু সায়েদ প্রমূখ।