প্রতিনিধি, খাগড়াছড়ি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে দুই শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউপিডিএফ-গণতান্ত্রিক।
শনিবার সকালে পানছড়ি বাজারে উপজেলার দুই শতাধিক দরিদ্র ও অসহায় পাহাড়ি ও বাঙালী জনগোষ্ঠীর পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনটির সাবেক সভাপতি আলোক ময় চাকমা।
এ সময় সমন্বয়ক দীপন আলো চাকমা, সবিনয় চাকমা ও প্রদীপ চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি পাহাড়ে বসবাসরত নানা জনগোষ্ঠীর অধিকার আদায়ে কাজ করছে ইউপিডিএফ-গণতান্ত্রিক। শুরু থেকেই সংগঠনটির পক্ষ থেকে নানা সময়ে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নানা সাহায্য সহযোগিতা করে আসছে। তাদের এমন মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।