কাপ্তাই রাস্তার মাথায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত এক
নিজস্ব প্রতিবেদক : নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে জিহাতুর ইসলাম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সঙ্গে থাকা দাদি লায়লা বেগম (৬০) আহত হয়েছে।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাতুর ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা-বাগান এক নম্বর ওয়ার্ডের আনোয়ার ইসলামের ছেলে। আহত লায়লা বেগম (৬০) লেদু মিয়ার স্ত্রী।
নিহত জিহাতুর ইসলামের চাচা জাহেদুল ইসলাম জানান, মা ও ভাইপো সিএনজি অটোরিকশায় হামিদচর যাওয়ার পথে কাপ্তাই রাস্তার মাথায় বাসের সঙ্গে সংঘর্ষে আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয় সকাল পৌনে ৭টার দিকে। জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন। সেখানে জিহাতুর রহমান নামের ওই শিশুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বৃদ্ধা চিকিৎসাধীন রয়েছে।