খাগড়াছড়ি থেকে উদ্ধার করা ৬টি বিপন্ন পাহাড়ি ময়না অবমুক্ত করেছে বনবিভাগ। গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি বিভাগীয় বন র্কাযালয়ের বাগানে পাখিগুলো অবমুক্ত করা হয়। পাচারের সময় উদ্ধার করা পাখিগুলোকে ১৩ দিন ধরে নিবিড় পরিচর্যা করে বন বিভাগ। পরিচর্যা শেষে বনে তা অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা। এসময় রেঞ্জার মোশারফ হোসেন, বন বিভাগের কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
গত ২৮ জুন খাগড়াছড়ি থেকে ফেনীতে পাচারের সময় খাগড়াছড়ি বাস স্টেশন এলাকা থেকে বিপন্ন প্রজাতির এসব পাখি উদ্ধার করে বন বিভাগ। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।
পাহাড়ি ময়না ২০১২ সালের বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত। গত ৪ বছরে বিপন্ন প্রায় লজ্জাবতী বানর, গয়াল, বন বিড়াল, মায়া হরিণ, তক্ষক, হিল ময়না ৩৭ টি বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করেছে খাগড়াছড়ি বন বিভাগ।