কয়েক সপ্তাহের ছাত্র আন্দোলনের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে দশ দফা দাবি জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকা প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলন তারা এ দাবি জানান। দাবিগুলো হল-
১. দেশে বিগত তেপ্পান্ন বছরের অপরাজনীতির দুঃশাসনে সৃষ্ট পাশবিক সামাজিক রাজনৈতিক বিকৃত পরিবেশ নিয়ন্ত্রণ করে দেশে সুস্থ স্বাভাবিক নিরাপদ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে আগামীতে জনগণের নির্বাচিত সরকার গঠনের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের কমপক্ষে ২ বছর মেয়াদ হতে হবে।
২. অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ হতে হবে, কোন রাজনৈতিক দলের লোক থাকতে পারবে না।
৩. বিগত খুনি স্বৈরাচারি দলের রুদ্ধতা জুলুম রাষ্ট্রীয়সন্ত্রাস থেকে ছাত্র জনতার ত্যাগ জীবনের বিনিময়ে এবং দেশের মুক্তিকামি সকল মানুষের সহযোগিতায় অর্জিত মুক্ত পরিবেশ যেন কোনো একক দল বা গোষ্ঠী কুক্ষিগত করে এ অর্জনের সুফল নস্যাৎ করতে না পারে সজাগ থাকুন।
৪. শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, অফিস আদালতে কোন দলীয় রাজনীতি ও দখলদারিত্ব বন্ধ করুন।
৫. ধর্মের নামে অধর্ম হিংস্র উগ্রবাদি খুনি জঙ্গীবাদিদের প্রশ্রয় বন্ধ করুন। ধর্মের নামে উগ্রবাদি সাম্প্রদায়িক হিংস্র পাশবিক জঙ্গীবাদি রাজনীতি নিষিদ্ধ করুন।
৬. খুনি স্বৈরাচারের পতনের পর নিজেরাই পাল্টা খুন-অগ্নিসংযোগ-লুটতরাজ-মাজার শরীফ ও বিভিন্ন ধর্মের উপাসনালায়ে হামলাকারিদের হাত থেকে দেশকে বাঁচান ও বিচার করুন।
৭. সব মানুষের জীবন রক্ষার বাঁচার ও নিজের ধর্ম মত পথ আদর্শ নিয়ে বাঁচার অধিকার স্বাধীনতা নিশ্চিত করুন।
৮. যারা অন্যের অধিকার অস্বীকার ও হরণ করে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতন্ত্র কায়েম করার জন্য রাষ্ট্র জবরদখল করতে চায় তাদের দমন ও নিষিদ্ধ করুন।
৯. ছাত্র জনতার ত্যাগ ও জীবনের বিনিময়ে অর্জিত স্বৈরাচারমুক্ত পরিবেশ যেন কোনো দল বা গোষ্ঠী নিজেদের একক স্বার্থে অপব্যবহার করে জনগণের নিরাপত্তা ও স্বাধীনতা ধ্বংস করতে না পারে তা নিশ্চিত করুন।
১০. সংবিধানের বিগত স্বৈরাচারী দলের একক দলীয় মতবাদ ভিত্তিক ও সর্বজনীন মানবাধিকারের বিপরীত অন্যায় নীতি ও ধারাগুলো স্থগিত করে সবার বিশ্বাসগত মুক্তি ও স্বাধীনতার বাধা দূর করুন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। উপস্থিত ছিলেন উপদেষ্টা চেয়ারম্যান ফাতেহা রাহনুম, মহাসচিব শেখ রায়হান রাহবার সহ অন্যান্য নেতৃবৃন্দ।