সাতকানিয়া প্রতিনিধি
ধর্ষনের অভিযোগে চেয়ারম্যানসহ মোট ৫জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায়(মমতাজ ছদ্মনাম) ৪০ নামে এক মহিলা মামলা করেন।
২৪শে অক্টোবর (বৃহস্পতিবার) সকালে ভুক্তভোগী ওই মহিলা প্রতিবেদককে মামলার কপিসহ এই ঘটনার বিষয়ে খোলে বলেন।
ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদদীন ও সোনাকানিয়ার ৭নং ওয়ার্ডের মৃত সালামের পুত্র মো: দেলোয়ার হোসেন ও লোহাগাড়ার আমিরাবাদ রিফাত টেইলার্সের মালিক মো:কাশেম, একই টেইলার্সের বশর(৪০) এবং সোনাকানিয়ার গারাঙ্গিয়ার মৃত আব্দুর রহমানের ছেলে মোক্তার আহমদ।
বাদীর ধর্ষন মামলার এজাহারসূত্রে জানা যায়, চলতি মাসের ৭তারিখ সকাল ১১টায় লোহাগাড়ার আমিরাবাদের রিফাত টেইলার্সে তিনি কাপড় সেলাইয়ের জন্য গেলে,টেইলার্সে কর্মরত মামলার ১নং আসামি মো: দেলোয়ার কাপড়ের মাপ নিবে বলে দোকানের তৃতীয় তলায় নিয়ে গেলে হঠাৎ করে দরজা বন্ধ করে বাদীর ইচ্ছার বিরুদ্ধে অপরাপর আসামির সহযোগিতায় ধর্ষন করেন।
পরে বাদীর ধস্তাধস্তিতে ওই রুমের দরজার সাথে আঘাতও লাগে।
এক পর্যায়ে ঘটনাস্থল থেকে বের হয়ে বাদীনি তার স্বামীকে বিষয়টা খোলে বলে লোহাগাড়ার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়।
পরে পরিবারের সাথে আলাপ আলোচনা করে চিকিৎসাপত্রাদি সাথে নিয়ে চট্টগ্রাম ১৯শে অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলাটি দায়ের করলে আদালত শুনানি শেষে লোহাগাড়া থানাকে মামলাটি এফআইআর হিসেবে নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।।