নিজস্ব প্রতিবেদকঃ
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে সারাদেশের ন্যায় বোয়ালখালী উপজেলায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর, সকাল ১০:০০ টায় বোয়ালখালী উপজেলার গোমদন্ডী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলার নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতীক সেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রিয়াঙ্কা চৌধুরী। বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিদা বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শাহরিয়ার সুলতানা, গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ। বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই এস এম জিহাদ বাবলু, স্বাস্থ্য পরিদর্শক, পরিতোষ বড়ুয়া, সহ: স্বাস্থ্য পরিদর্শক, খেলনা রানী দত্ত, স্বাস্থ্য সহকারী সুমন ঘোষসহ প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য পরিবার পঃ কর্মকর্তা ডাঃ প্রতীক সেন বলেন, ৫ম-৯ম শ্রেণির কিশোরী ও স্কুল বহির্ভূত কমিউনিটির কিশোরীকে সম্পূর্ণ বিনামূল্যে এই এইচপিভি টিকা প্রদান করা হবে। ১৭ ডিজিটের জন্মনিবন্ধন দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন https://www.vaxepi.gov.bd।
১০ -১৪ বছর বয়সে মেয়েদের অনলাইনে নিবন্ধন করা অনুরোধ জানান তিনি।
টিকাদান কর্মসূচি ২৪ অক্টোবর হতে আগামী ৭ নভেম্বর ২০২৪ ইং, পর্যন্ত স্কুল ক্যাম্পেইন চলবে।
পরবর্তীতে ৯ নভেম্বর হতে ২৪ নভেম্বর স্থানীয় কমিউনিটি পর্যায়ে টিকাদান ক্যাম্পেইন চলবে বলে জানান ডাঃ প্রতীক সেন।