চট্টগ্রামে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির তিন সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ডবলমুরিংয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দুপুর দেড়টা সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ডবলমুরিংয়ের মোগলটুলি এলাকার মৃত ছবির আহাম্মদের ছেলে মো. ইমরান (২৭), খুলশির রেলওয়ে কলোনির মো. আব্দুর রশীদের ছেলে মো. হোসাইন (২২) ও ডবলমুরিংয়ের ২৩ নম্বর ওয়ার্ডের ছাবের আহমেদের ছেলে মো. বেলাল হোসেন টিপুর (৩৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এবং দেওয়ানহাট এলাকা অভিযান চালিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় দুটি দোকান থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র, বিদ্যালয় পরিত্যাগ সনদ, পিইসি সার্টিফিকেট ফরম, ওয়ারিশ সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদসহ ভুয়া সনদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। গ্রেফতার আসামিদের ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।