কমল পাটোয়ারি,মিরসরাই প্রতিনিধি:
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলার মিরসরাই উপজেলা করেরহাট ইউনিয়নের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে করেরহাট রাজকুমার কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
করেরহাট ইউনিয়ন কৃষকদল নেতা নুর হোসেন এর সভাপতিত্বে ও আবু ছালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদরুল আলম, যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক নুরুল আলম, বিএনপি নেতা বেলায়েত হোসেন সিরাজ, বিএনপি নেতা ফজলুল মুরাদ, বিএনপি নেতা এমরান হোসেন শামীম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামশেদ আলম ফারুক সহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, যখন বাংলাদেশের মানুষ খেতে পারছে না, দুর্ভিক্ষ চলছে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ মানুষের কথা চিন্তা করে কৃষক দল গঠন করেছে। খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিল তিনি। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো গঠনের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়ন করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ গঠনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।