মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

 

মিরসরাই প্রতিনিধিঃ

 

 

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার  ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ২নংওয়ার্ড  শিকার জানার্দনপুর গ্রামে পানিতে ডুবে সাবিহা তাসনিম  নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার  দুর্গাপুর ইউনিয়নের ২নংওয়ার্ড  শিকার জানার্দনপুর গ্রামের  আফতাব উদ্দিন টেন্ডলবাড়ীর  এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবিহা তাসনিম  শিকার জানার্দনপুর এলাকার মাহতাব উদ্দিনের একমাএ মেয়ে।

 

৮ নং দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র  যুগ্ন আহবায়ক এম এ হানিফ মিঝি জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে সাবিহা তাসনিমকে ভাসতে দেখেন।এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে।

মন্তব্য করুন

Your email address will not be published.