স্বাধীনতা দিবসে ইউএনওর কার্ড বিলিয়ে চাঁদা দাবি

চট্টগ্রামের লোহাগাড়া

সিভয়েস২৪ ডেস্ক

লোহাগাড়ায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে দাওয়াতপত্র দিয়ে বিভিন্ন ব্যবসায়ী নেতাদের কাজ থেকে চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী তেজেন্দ্র দেব নাথের বিরুদ্ধে। চাঁদা না দিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হয়রানি করার হুমকিও দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীরা বলেন, গত এক সপ্তাহ থেকে ইউএনও অফিসের নাজির নামে পরিচিত তেজেন্দ্র দেব নাথ ও অফিসের স্টাফরা ব্যবসায়ীদের ফোন দিয়ে স্বাধীনতা দিবসের চাহিদা মতো দাওয়াত নামা ধরিয়ে দিয়ে অনুষ্ঠানের খরচের জন্য টাকা দিতে বলেন। অনেকে দাওয়াত নামা হাতে পেয়ে চাঁদা পরিশোধ করেন।

নাম প্রকাশ না করা শর্তে এক রেস্টুরেন্ট মালিক বলেন, স্বাধীনতা দিবসের দাওয়াত নামা দিয়ে গিয়েছিল উপজেলার স্টাফরা। খরচের টাকা চেয়েছিল। কয়েকদিন পর আবারো আসলে কিছু খরচ দিয়ে দিলাম। আরেক বালু ব্যবসায়ী জানান, আমাকে সরাসরি তেজেন্দ্র বাবু ফোন দিয়ে স্বাধীনতা দিবসের খরচের জন্য চাঁদা দেওয়ার কথা বলেছেন।

চাঁদাদাবির একটি কলরেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে, ইউএনও সাহেব চিঠি দিয়েছে।  ইউএনও সাহেব বলেন স্বাধীনতা দিবস উপলক্ষে খরচ আছে। চিঠি বিলি করছে, স্টাফ এসে টাকা নিয়ে যাবে। কিছু দিন আগে দুইজন লোক ধরে নিয়ে গিয়েছিল উপজেলায়। একটা শাহ সাহেব গেইট থেকে আরেকজন আধুনগর থেকে। আধুনগরে বলছি টাকা দেওয়ার জন্য, স্টাফ গেলে টাকা দিবে বলছে। উপজেলা অফিস থেকে আমাকে ৪০টি কার্ড দেওয়া হয়েছে। ইউএনও থেকে জিজ্ঞেস করে দেখেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইনামুল হাসান চাঁদা আদায়ের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে দাওয়াত কার্ড পাঠাচ্ছি, তবে স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদা আদায়ের কোন প্রশ্নই আসেনা। কারা চাঁদা আদায় করছেন তাদের তালিকা চেয়ে বসেন এই কর্মকর্তা।

সূত্র: সি ভয়েস

মন্তব্য করুন

Your email address will not be published.