পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপির বৈশাখী শোভাযাত্রা উৎসব মূখর পরিবেশে পালন করা হয়েছে।
প্রহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে
সোমবার (১৪ এপ্রিল) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়ার নেতৃত্বে এক বিশাল আনন্দ শোভাযাত্রা ইন্দ্রপুল বাইপাস মোড় থেকে শুরু করে
পটিয়া পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহচান্দ আউলিয়া মাজার গেইটে সমাপ্ত হয়।
এর আগে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা লোহাগড়া, সাতকানিয়া, বাঁশখালী,আনোয়ারা, চন্দনাইশ,কর্ণফুলী, বোয়ালখালী,পটিয়া থেকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, হাতি, ঘোড়ার গাড়ি,বাধ্যযন্ত্র সহ খন্ড খন্ড মিছিলে পুরো পটিয়ায় আনন্দের বন্যা বয়ে যায়।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ,দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক আলী আব্বাস,
মিশকাতুল ইসলাম পাপ্পু,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ,দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম নেছার চেয়ারম্যান, সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আলী আজগর, বিএনপি নেতা জসিম উদ্দিন মাষ্টার, এস এম মামুন,ফোরকান মিয়া,
মফজল আহমদ চেয়ারম্যান, নাসির উদ্দীন,মুজিবুর রহমান চেয়ারম্যান,
নাজমুল হোসাইন, তারেক রহমান
জসিম উদ্দিন, নুরুল হক মেম্বার,পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেল,দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক
রবিউল হোসেন রবি,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন মানিক।