সুন্নি ছাত্র-জনতার ব্যানারে সড়ক অবরোধ, উত্তাল রাতের চট্টগ্রাম
ফিলিস্তিনের পক্ষে ঢাকায় সমাবেশের `অনুমতি` মেলেনি
সিভয়েস২৪ প্রতিবেদক
আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দেশের পীর-মাশায়েকদের আহ্বানে ঢাকায় ফিলিস্তিনের পক্ষে সমাবেশের ‘অনুমতি’ না দেওয়ায় বৃহস্পতিবার রাতে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম।
নগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন সুন্নি ছাত্র-জনতা। বিশেষ করে মুরাদপুর এলাকায় প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করা হয়। ‘সর্বস্তরের সুন্নি ছাত্র-জনতা’র ব্যানারে রাত ১০টার দিকে সড়ক অবরোধ করেন তারা। রাত একটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
জানতে চাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার উপকমিটির সদস্য মাওলানা মুহাম্মদ এনাম রেজা বলেন, শুক্রবার সকাল ১০টার মধ্যে ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ এর অনুমতি না দিলে জুমার পর নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।
জানা যায়, ২৬ এপ্রিল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচির ডাক দেন দেশের পীর-মাশায়েক, সুন্নি-জনতা। তবে সেটির অনুমতি দেওয়া হয়নি এখনো! এর প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়।
আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। সবার দাবি, ঢাকায় কর্মসূচির অনুমতি দিতে হবে।
এদিকে অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেটসহ আশপাশের এলাকার সড়ক অচল হয়ে পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
পরে অবশ্য রাত একটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।