সাতকানিয়া প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ের নিয়োগাদেশ মতে সাতকানিয়া চৌকি আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি নিযুক্ত হয়েছেন এডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ। এডভোকেট রাশেদ সাতকানিয়া আইনজীবী সমিতির নির্বাচিত সহ সাধারণ সম্পাদক ও ঐতিহ্যবাহী সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হিসাবে দায়িত্বরত আছেন।তিনি সাতকানিয়ার বারদোনা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্ম গ্রহণ করেন। তাহার পিতা মরহুম মৌলানা বদিউল আলম ও মাতা নুরজাহান বেগম।