ভূঁইফোড় সংগঠনের বিরুদ্ধে বিএনপির  সতর্কীকরণ 

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

ভূঁইফোড় সংগঠনের বিরুদ্ধে বিএনপির

সতর্কীকরণ নোটিশ জারি করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

৫ জুলাই (শনিবার) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব

মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্য সচিব

লায়ন হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নোটিশ জারি করা হয়। সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিতে  জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তৎ অধীন অনুমোদিত ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন যথাক্রমে- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতী দল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ব্যতীত অন্য কোন অনুমোদিত সংগঠন নাই। সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে জাতীয়তাবাদী নাম ব্যবহার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে নাম সর্বস্ব সংগঠন ও পদ পদবী ব্যবহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। উক্তরূপ বহু অভিযোগ জেলা বিএনপির অবগত ও দৃষ্টিগোচর হয়েছে। তাই এই মর্মে সকলকে সতর্ক করা যাচ্ছে বিএনপি এবং অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যতীত, অন্যকোন নাম বা জাতীয়তাবাদী ও জিয়া পরিবারের নাম/ছবি ব্যবহার করে সকল ধরণের প্রচার প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা গেল।

উক্তরূপ নাম সর্বস্ব ভূঁইফোড় সংগঠন সমূহ সম্পূর্ণ অ-অনুমোদিত এবং অবৈধ। এ সকল কর্মকান্ডের ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয় । এ সকল সংগঠন ও উক্তরূপ নামে সংগঠিত কোন কর্মের দায়ভার বিএনপি ও তদ অঙ্গ সংগঠন গ্রহণ করবে না। এ ধরনের যে কোন অনিয়মতান্ত্রিক কর্মকান্ড দৃষ্টি গোচর হলে জেলা বিএনপিকে অবহিত করার জন্য আহবান জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান,

সাংগঠনিক নির্দেশনা অমান্য করে যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী উক্তরূপ কর্মকান্ড পরিচালনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপি সকলের সার্বিক সতর্কতা ও সহযোগিতা কামনা করেন।

একই তারিখ অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন বিএনপির সকল উপজেলা ও পৌরসভা এবং উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৭ জুলাই হতে আগ্রহী প্রার্থীদের রাজনৈতিক বৃত্তান্ত জমা নেওয়ার কার্যক্রম শুরু হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার আলোকে তৃনমুলের ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে পূনর্গঠনের লক্ষ্যেই এই কার্যক্রম শুরু হচ্ছে। দলের সকল স্তরের নেতাকর্মী যারা বিগত আন্দোলন সংগ্রামে নির্যাতিত-নিপিড়ীত, মামলা-হামলা, জেল-জুলুম ভোগ করেছেন এবং ভূমিকা রেখেছেন, তাদের এই অবদান দলের কাছে তুলে ধরে ইউনিট কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য, আহবায়ক/সদস্য সচিব বাধ্যতামূলক এবং যুগ্ম আহবায়ক ও সদস্য যারা ইচ্ছুক তারা জমা প্রদান করতে পারবেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.