চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানি হাটের ব্যবসায়ী মোহাম্মদ ইয়াছিন বাবুল সাতকানিয়া থানা পুলিশের হাতে আটক।
রবিবার (২১শে সেপ্টেম্বর) দুপুরে মো: ইয়াছিন বাবুল প্রকাশ মাছ বাবুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার এসআই আনোয়ার হোসেন পাটোয়ারী।
জানা যায়, সাতকানিয়া উপজেলায় কেরানী হাট ছাত্রজনতার আন্দোলনে মাছ বাবুলের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ ছিলো।
এদিকে সাবেক সাংসদ নদভীর বিভিন্ন অপকর্মে অর্থায়ন করার অভিযোগও ছিলো এই মাছ বাবুলের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে আরো জানা যায়, বিগত সরকারের আমলে সাবেক সাংসদ নদভীকে বেশ কয়েকবার নিজের বাড়িতে এনে দাওয়াত দিয়ে বিভিন্ন জায়গায় দখলবেদখলের অভিযোগও আছে তার বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, সাবেক সাংসদ নদভীর আমলের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতো এই মাছ বাবুল।