বাচ্ছু পাটোয়ারি,মিরসরাই প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদে গতকাল রবিবার রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী কৃষ্ণধন দাশকে কৌশলে তার কক্ষের দরজা বাইরে থেকে লক করে দেওয়া হয়। পরে চোরেরা সচিবের কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে।
চোরেরা সেখান থেকে একটি কম্পিউটার, নগদ প্রায় ৪২ হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন জরুরি কাগজপত্র নিয়ে যায় বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।