রাউজানে মিলল বিপুল অস্ত্র, গ্রেপ্তার ২

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। বুধবার রাতে নোয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব–৭ এর অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি আগ্নেয়াস্ত্র। এছাড়াও উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি রামদা ও চাপাতি। এ ঘটনায় আটকরা হলেন কামাল উদ্দিন ও সোহেল।

চট্টগ্রামে এক বছরে ৪০ খুন, বেশিরভাগ রাজনৈতিকচট্টগ্রামে এক বছরে ৪০ খুন, বেশিরভাগ রাজনৈতিক
র‍্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ আগস্টের পর খুনোখুনি আর আতঙ্কের জনপদে পরিণত হয়েছে রাউজান উপজেলা। গত কয়েক মাসে রাউজানে ১৭ জন খুন হয়েছেন, যার মধ্যে ১২ জনই বিএনপি ও যুবদলের। এখানে বিএনপির দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা–পাল্টা হামলা নিত্যনৈমত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই এ অভিযান চালানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অভিযানের সময় স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিনের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার হয়। মূলত চাঁদাবাজী ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একের পর এক সহিংস ঘটনা ঘটছে বলে জানায় র‍্যাব।

মন্তব্য করুন

Your email address will not be published.