সাতকানিয়ায়:অল্প মাসেই ৫খুন, বৃদ্ধাও হয় ধর্ষিতা- এবার ছেলের হাতে গেল বাবার প্রাণ

চুরি ডাকাতি তো চলছে হরহামেশাই -পুলিশ পরিচয়েও দূর্বৃত্তরা ঢুকে ঘরে

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামে সাতকানিয়ায় পারিবারিক বিরোধের জেরে নিজ সন্তানের হাতে বাবার মৃত্যু হয়েছে। রবিবার (০৯ নভেম্বর) রাত সোয়া ৮’টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহমেদ হোসেন (৫২) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকার জলিল বক্সের ছেলে।

জানা যায়, পারিবারিক কলহ’কে কেন্দ্র করে নিহত আহমদ হোসেনের সাথে তার বড় ছেলে রিয়াদ হোসেনের (২২) বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াদ বাবা আহমদ হোসেনকে ছুরি দিয়ে গলার ডানপাশে আঘাত করে। আহত অবস্থায়  সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে তিনি মারা যান।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, কাঞ্চনায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে চলতি মাসের ২২শে মার্চ সাতকানিয়া উপজেলার পুরানগড় ৩নং ইউনিয়নের দর্জি সুবীর চক্রবর্তী (৩৭)ছুরিকাহত নিহত।

৫ই মার্চ উপজেলার এওচিয়ার ১নং ওয়ার্ডে কাঞ্চনার বাসিন্দা জামায়াতের আবু ছালেক আর নেজাম দুজন নিহত হন,পরে উত্তর কাঞ্চনায় মাত্র গেল ১৫দিন আগে ৮০বছরের বৃদ্ধাকে ধর্ষণ করেন এক যুবক।
এবং গেল ৬ই সেপ্টেম্বর দুপুর বেলা নিজ বসতভিটার ওঠোনেই প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা দিনমজুর নুরুল কবিরকে।

 

 

এদিকে কেরানী হাটের তেমুহনী এলাকা থেকে নিয়ে উপজেলার ছদাহা পর্যন্ত চুরি ডাকাতি তো চলছেই হরহামেশাই। ওদিকে এওচিয়ায়,পুলিশ পরিচয়েও দূর্বৃত্তরা গভীর রাতে হানা দেয় প্রবাসীর ঘরে।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.