বাঘা বাঘা রাঘব বোয়ালদের অপকর্ম এড়িয়ে রিকশাওয়ালাদের জরিমানা করলেন ইউএনও
লোহাগাড়ায়: অভিযানে তিন অটোরিকশা চালককে জরিমানা
সৈয়দ আককাস উদদীন
চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাজারের চলাচলের পথ দখল করে দোকান বসানোয় ব্যবসায়ীদের সতর্ক করেন ইউএনও। তিনি পথচারীদের ভোগান্তি রোধে বাজার এলাকা পরিস্কার রাখার নির্দেশ দেন।
এ সময় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পদুয়া বাজার অংশে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করায় তিন চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন তারেক আজিজ, মো. জাহাঙ্গীর ও মফিজুর রহমান।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, জনগণের স্বার্থে বাজার ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান চলবে। তিনি যানজট নিরসনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
এদিকে রিকশাওয়ালাদের জরিমানা করায় লোহাগাড়ার একাধিক স্থানীয়রা প্রতিবেদককে জানিয়েছেন :বাঘা বাঘা রাঘব বোয়ালদের অপকর্ম এড়িয়ে রিকশা চালককে জরিমানা করলেন ইউএনও।
শুধু তাই নয়,লোহাগাড়ায় বালু উত্তোলন ও পাহাড়ি মাটা কাটাসহ স্টেশনে অনেক অবৈধ ব্যাঙের ছাতার মতো ক্লিনিক এবং ক্লিনিকের বর্জ্য অপসারণের দিকে নজর না দিয়ে গরীব অসহায় রিকশা চালকদের করলেন জরিমানা।