বাঘা বাঘা রাঘব বোয়ালদের অপকর্ম এড়িয়ে রিকশাওয়ালাদের জরিমানা করলেন ইউএনও

লোহাগাড়ায়: অভিযানে তিন অটোরিকশা চালককে জরিমানা

সৈয়দ আককাস উদদীন

চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাজারের চলাচলের পথ দখল করে দোকান বসানোয় ব্যবসায়ীদের সতর্ক করেন ইউএনও। তিনি পথচারীদের ভোগান্তি রোধে বাজার এলাকা পরিস্কার রাখার নির্দেশ দেন।

এ সময় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পদুয়া বাজার অংশে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করায় তিন চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন তারেক আজিজ, মো. জাহাঙ্গীর ও মফিজুর রহমান।

ইউএনও সাইফুল ইসলাম বলেন, জনগণের স্বার্থে বাজার ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান চলবে। তিনি যানজট নিরসনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

এদিকে রিকশাওয়ালাদের জরিমানা করায় লোহাগাড়ার একাধিক স্থানীয়রা প্রতিবেদককে জানিয়েছেন :বাঘা বাঘা রাঘব বোয়ালদের অপকর্ম এড়িয়ে রিকশা চালককে জরিমানা করলেন ইউএনও।

শুধু তাই নয়,লোহাগাড়ায় বালু উত্তোলন ও পাহাড়ি মাটা কাটাসহ স্টেশনে অনেক অবৈধ ব্যাঙের ছাতার মতো ক্লিনিক এবং ক্লিনিকের বর্জ্য অপসারণের দিকে নজর না দিয়ে গরীব অসহায় রিকশা চালকদের করলেন জরিমানা।

মন্তব্য করুন

Your email address will not be published.