চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

সোমবার তিনি চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-র কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন।

 

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সিনিয়র সদস্য শেখ মহি উদ্দিন, হাজী রফিকুল ইসলাম,বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.