নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চুনারুঘাট উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমানের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
শেষ দিনে ৪ জন প্রার্থীসহ মোট ১০ জন এ আসনে মনোনয়ন দাখিল করেন। মনোনয়ন দাখিলকারীরা হলেন জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস এম ফয়সাল (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী (মোমবাতি), এবি পার্টির প্রার্থী অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন রবিন (ঈগল), বাংলাদেশ মুসলিম লীগ থেকে শাহ মো. আলামিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মো. রেজাউল মোস্তফা, ১২ দলীয় জোটের খেলাফত মজলিশ থেকে ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে মজিবুর রহমান, রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সালেহ আহমদ সাজন ও সদ্য পদত্যাগকারী বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী।
মনোনয়ন দাখিল শেষে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী সাংবাদিকদের বলেন, আমি বিশ্বাস করি, জনগণ ইসলাম, দেশ ও মানবতার পক্ষে রায় দেবে।
দুর্নীতি ও অন্যায়ের রাজনীতির বিরুদ্ধে শান্তি, ন্যায় ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিয়েছি।
জনগণের ভালোবাসা ও দোয়াই আমার একমাত্র শক্তি। তিনি আরও বলেন, হবিগঞ্জ-৪ আসনকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তুলতেই আমার এই পথচলা। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগের পরিবেশ) বজায় রাখার আহ্বান জানান।